ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় নাঈম নামের এক যুবকের আত্মহত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 20, 2024 - 4:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় নাঈম হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া গ্রামের নান্নু আলীর ছেলে নাঈম। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাত টার দিকে নাঈমের নিজ স্বয়ং কক্ষের টিনশেড ঘরের বাঁশের সঙ্গে গলায় রশি পরিহিত (মৃত) অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন।

স্থানীয় প্রতিবেশীদের তথ্যমতে, মৃত নাঈম খুব ভালো ছেলে ছিলো। সে টাঙ্গাইলে নাসির মেশিনারীজ ফ্যাক্টরিতে চাকরি করতো। তিন মাস আগে তার বিয়ে হয়। নাঈমের প্রসবের ইনফেকশন ছিল, প্রসাবের সময় প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতো। রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত দুইমাস আগে তারা বউ চলে গেছে। বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলো নাঈম।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হচ্ছে। কারও কোন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।