ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে  বিদেশী বিয়ারসহ গ্রেফতার -০২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 30, 2024 - 3:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার
সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ:গত (২৯ জানুয়ারি) সোমবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের  অফিসার ইনচার্জ  ইনেসপেক্টর ফারুক হোসেনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন চর শ্রীরামপুর পূর্বপাড়া শিকদার মার্কেট সাকিনস্থ জনাব মোঃ হাতিম আলীর দুইতলা বাড়ী হাতিম মঞ্জিল এর সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হেলাল উদ্দিন (৬২), পিতা- মৃত আফতাব উদ্দিন ক্বারী, মাতা-মৃত আজিজা খাতুন, সাং- মাইজহাটি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এ ছাড়াও এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন চর শ্রীরামপুর পূর্বপাড়া শিকদার মার্কেট সাকিনস্থ জনাব মোঃ হাতিম আলীর দুইতলা বাড়ী হাতিম মঞ্জিল এর সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকায় ১০ বোতল বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বিল্লাল হোসেন (২৪), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-মোছাঃ জহুরা খাতুন, সাং-নোয়াপাড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিং কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল বিদেশী বিয়ার উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।