ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৯ অপরাহ্ন

মান্দায় পুকুর দখল নিতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা আহত ৬ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 2, 2024 - 12:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুকুর দখল কে কেন্দ্র করে চাঁদা দাবি, না দেওয়াই হামলা চালিয়ে প্রতিপক্ষের  ৬ জনকে গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে। এ ঘটনায় কাঞ্চন কুমার বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি এজাহার দাখিল করেন।
অভিযুক্তরা হলেন,পুকুরিয়া গ্রামের সূর্য কান্ত হালদারের ছেলে শিবেন (৩৭) মৃত পফুল্লর ছেলে দুলাল কুমার সন্যাসী (৪০) মৃত নিমাই চন্দ্র প্রাং এর ছেলে অতুল চন্দ্র প্রাং (৪০),সূর্য কান্ত হালদারের ছেলে পিন্টু (৩৫)
রাজশাহীর তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামের শ্রী রবি প্রাং (৫০),  শ্রী আনন্দ প্রাং (৪০), শ্রী প্রতাপ প্রাং (৩৭),  শ্রী দিলিপ কুমার প্রাং (৩৫), সর্ব পিতা-মৃত হরিপদৎ রামদাস, শ্রী সুজিত প্রাং (২০),শ্রী সুজন প্রাং (২২), এছাড়াও অটো ভ্যান চালক মোঃ চাঁদ  (৩০), পিতা-মৃত কালু দিয়াড়া, গ্রাম-কচুয়া, থানা-তানোর, জেলা- রাজশাহী।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পুকুর দখলকে কেন্দ্র করে চাঁদা দাবি করে আসছিল ভুক্তভোগীদের কাছ থেকে। গত ২৬/০৫/২০২৪ ইং রবিবার সকাল সাড়ে ৯ টায় পুকুরিয়া গ্রামের পূর্ব- দক্ষিণ পার্শ্বে শ্রীবাসের দোকানের সামনে সেই চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী কায়দায় খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লোহার রড, শাবল, হাসুয়া ইত্যাদিসহ ব্যাটারী চালিত ভ্যানে ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে হামলা করে ভুক্তভোগী পুকুরিয়া গ্রামের ১, যুগোল (৫৫) ২,ভূগোল (৪০) উপয়ের পিতা-মৃত গণেশ ৩,মুনমত (৪০) পিতা-মৃত উপেন ৪, পঞ্চ কুমার (৩৬) পিতা- কাঞ্চান কুমার ৫, চন্দন কুমার (৩০), পিতা-যুগোল ৬,স্বাধীন কুমার (১৯), পিতা-মুনমত গনদের মারাত্মকভাবে জখম করে, এ সময় আশেপাশের লোকজন ছুটে আসতে লাগলে আসামিরা লোহার রড, শাবল ও ভ্যান রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স,নওগাঁতে ভর্তি ও চিকিৎসা করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকেই পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী জানান, এ সংক্রান্ত বিষয়ের একটি এজাহার পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #