রানীশংকৈলে পলিটিন বর্জনের অভিযান অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম জুয়েল ::আসুন সবাই পলিথিন বর্জন করি,পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি এই শ্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলার ব্র্যাক আল্ট-পুওর গ্র্যাজুয়েশন( ইউপিজি) প্রোগ্রাম রানীশংকৈল অফিসের আওতায় দোশিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যেগে পলিথিন ও প্লাস্টিক বর্জন সচেতনতা মূলক অভিযান পরিচালিত হয়।প্লাস্টিক বর্জের ফলে মাটি দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পর্দাথের কারনে জীবজগত ও উদ্ভিদকুল উভয়ই ক্ষতিগ্রস্হ হয়। কৃষি উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়।
অভিযান শেষে পলিথিন ও প্লাস্টিকের সামগ্রী সুনিদিষ্ট গর্তে ফেলা হয়। পলিথিন মুক্ত সমাজ গড়তে কাগজের প্যাকট বা পাটের ব্যাগের দিগে নজর দিতে হবে। উক্ত পলিথিন বর্জন অভিযানে উপস্হিত ছিলেন কমিটির সভাপতি জনাব মোঃ মাসুদ রানা ও অন্যান্য সদস্য বৃন্দ এবং গ্রামবাসী। এছাড়াও উপস্হিত ছিলেন দোশিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ কামরল ইসলাম।
আল্ট্রা- পুওর গ্র্যাজুয়েশন কর্মসুচির সিনিয়র অফিসার MEAL জনাব মনষা চন্দ বর্মন, মোহাম্মদ আলী, জয়শী রায়,গোলাম মোর্সেদ,অব্দুল আজিজ ও নুর হোসেন প্রমুখ।