ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক মিনিটের ব্যাবধানে ভোট দিতে পারলেন না মঞ্জুরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 6, 2024 - 3:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:ঘড়ির কাটায় তখন ৪ বেজে ১মিনিট, ভোট কেন্দ্রের দরজা বন্ধ। পাশেই চোখে মুখে হাতাশার ছাপ নিয়ে দাড়িয়ে আছে এক ব্যাক্তি। হাতে একটি সাদা কাগজের চিরকুট, তাতে লেখা আছে ১৩০ নং। প্রশ্ন করলে জানালেন ভোট দিতে এসেছিলাম, ভোটার নাম্বার খুজে পেতে দেরি হয়েছে তাই আর ভোট দিতে পারিনি।

বুধবার (৫জুন) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে খয়েরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে কথা হয় মঞ্জুরুল ইসলাম (৫৫) নামে এমনি এক ব্যাক্তির সাথে। তিনি খয়েরবাড়ী ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন দিন কৃষক।
চতুর্থ ও শেষ ধাপে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যা সকল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল ৪টা পর্যন্ত চলে ।

মঞ্জুরুল ইসলাম জানান, কৃষি কাজ শেষে ভোট দিতে স্থানীয় খয়েরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাই। এরপর কেন্দ্রের পাশে ভোটার তালিকা দেখে ভোটার নাম্বার খুজে ভোট কেন্দ্রে প্রবেশ করতে যাই। ততখনে ঘড়ির কাটায় ভোটের নিদৃষ্ট সময় পেরিয়ে গেছে। ভোট কেন্দ্রের দরজাও বন্ধ করে দেয়া হয়েছে। সময়মত কেন্দ্রে ঢুকতে না পারায় ভোট দিতে পারিনি। কিছুই করার নেই,এখন আর আপসোস করে কি হবে? তাই দাড়িয়ে আছি,এখন বাড়ী ফিরে যাবো। তিনি আরও বলেন, আমার মত আরও ৪/৫জন ভোটার অল্পের জন্য ভোট দিতে পারেনি,তারা বাড়ী ফিরে গেছে।