ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর দুমকী ভার্সিটিতে বিজয় মিছিল ও দোয়া মিছিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 20, 2024 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার
পটুয়াখালী জেলা প্রতিনিধি: রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো এই স্লোগান সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় মিছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টায় পবিপ্রবির মুক্ত বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উক্ত বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খালিদ হাসান মিলুর সঞ্চালনায় বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
বিজয় মিছিল পরবর্তী সভায় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাংলাদেশ আর আগের মতো থাকবে না শিক্ষার্থীদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মান হবে।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান বলেন,বিজয় মানুষের সুখ,স্বস্তি এবং ভাবনার জগৎ উন্মোচন করে দেয়।কিন্তু আমাদের এই বিজয় পাশাপাশি সহস্রাধিক তাজা প্রাণ হারানোর বেদনা এসেছে।তবে সকলকে সতর্ক থাকতে হবে কোন কুচক্রী মহল যেন সুশীল সেজে এসে আমাদের বিজয়কে কলঙ্কিত  করতে না পারে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থী আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে আর বিশ্ববিদ্যালয় আছে বলেই আমরা শিক্ষকরা আছি।আর শিক্ষার্থী-শিক্ষকদের সেবার জন্য রয়েছে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।তাই সকলক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেটা নিশ্চিত করা হবে।
নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।বিজয় মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দেন।