ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার উত্তর জোনে জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের কর্মী সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 29, 2024 - 2:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ উত্তর জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার আলমশাহপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ৭টি ইউনিয়ন নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের আহবায়ক মো. সরওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ।

উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর লালানগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. নুরুউলাহ, উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, অফিস সম্পাদক কাজী সাদিকুল ইসলাম রিয়াদ, লালানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খোরশেদ আলম প্রমুখ।

সম্মেলন ৫ ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়।