সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন মায়ের ইন্তেকাল
অবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধিঃসোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়ার মা মফিদা খাতুন (75) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও নিউ ন্যাশন সোনাইমুড়ী প্রতিনিধি বেলাল হোছাইন ভূঁইয়ার মা মফিদা খাতুন (৭৫) রবিবার দুপুর ২ টার দিকে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত কারণে ও বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ মাগরিব ভানুয়াই কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন,সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন হোসেন মানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ সাঈদ আহমেদ, চাষিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মোল্লা, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদসহ অন্যান্যরা। প্রেসক্লাবের সব সদস্য ও পবিারের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।