ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয়তাবাদী দলে এত নেতার প্রয়োজন নেই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 20, 2024 - 5:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেন আমরা এখনও কিছুই পাইনি শুধু মুক্ত ভাবে এই সব সমাবেশ করার সুযোগ পেয়েছি। এর পরও আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ৫ আগস্ট যাদের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কর্মীদের সুসংগঠিত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন ৫ আগস্টের পরে যারা দলে অনুপ্রবেশ করেছে তাদের ব্যপারে সবাই সাবধান থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এত নেতার প্রয়োজন নেই। এরা দলে বিভেদ সৃষ্টি করতে এসেছে। যারা দুর্দিনে দলের সাথে ছিল তাদের মূল্যায়ন করা হবে।

দীর্ঘ ১৫ বছর পর বারহাট্টায় স্বস্তিতে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বারহাট্টায় অফিস ভাংচুর, মঞ্চ ভাংচুরের মত বহু ঘটনা ঘটায় স্বস্তিতে সমাবেশ করতে পারেনি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা।

৫ আগস্ট সরকার পতনের পর বারহাট্টায় প্রথম কর্মী সমাবেশ উপজেলা আসমা ইউনিয়নের মনাষ কমর উদ্দিন বাহরুল উলুম ফাজিল মাদরাসায় ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে অতিথিরা বলেন ডাঃ আনোয়ারুল হক প্রতিটি নির্যাতিত নিপিড়ীত নেতা কর্মীকে জেল থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত সাথে গিয়ে মুক্ত করে এনে ঘরে ফিরিয়ে দিয়েছে।তিনি প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মত পাহারা দিয়েছে। তাই তারা ডাঃ আনোয়ারুল হক কে আগামীতে এমপি হিসেবে দেখতে চান।

আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক,
আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা।

বিশেষ অতিথি এ্যাডভোকেট মাহফুজুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি নেত্রকোনা জেলা শাখা,যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, এছাড়াও বারহাট্টা উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হুদা খান, সদস্য সচিব আশিক আহম্মেদ কমল,বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,

সাবেক সভাপতি শামছুর রহমান বাবুল, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল,সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির, বারহাট্টা কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, বারহাট্টা যুবদলের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মহিবুর রহমান, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল মামুন সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।