ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ফুলবাড়ীতে প্রশাসনের বাজার মনিটরিং

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 15, 2024 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রনে সারাদেশে ট্রার্সফোস গঠন করা হয়েছে।

এরই অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্দেশনায় ফুলবাড়ী পৌর শহরে এ বাজার মনিটরিং করেন তিনি। এসময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর সেনেটারি ইনসপেক্টর পলাশ সরকার।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানোসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয়ের চালান রশিদ খতিয়ে দেখা হয়।

মূল্য তালিকা সংরক্ষণ না করায় কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ব্যবসায়িদের বেশি দামে পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ীয়ে বিক্রি করে, তবে তাদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।