ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 16, 2024 - 3:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৬অক্টোবর) বেলা ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নীমতলা মোড়ে সড়কের পাশে দাড়ীয়ে উপজেলার ৭টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা একঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন।

খয়ের বাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফয়জার, সিরাজুল, গউর, তসলিম, কাঞ্চন , মান্নান, কামাল, নুরু, লিটন, সনি, রমিউল, দিলিপ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পরিষদ। প্রান্তিক জনগনের যে কোন সংকট সমস্যা সমাধানের সিংহভাগই হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে। এমনকি এই মুহুর্তে উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরাও নেই। তাই এই সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ করলে জনদুর্ভোগ পৌঁছাবে চরমে। বন্ধ হয়ে যাবে নাগরিক সেবা। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে ইউপি সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।