“শিক্ষার্থীরা মোবাইল নিয়ে স্কুলে আসতে পারবেনা –জেলা প্রশাসক শারমিন জাহান।
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় বাল্য বিবাহ নিরোধ, মাদক ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন শিক্ষার্থীরা মোবাইল নিয়ে স্কুলে আসতে পারবেনা।
কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ নভেম্বর (সোমবার) দুপুরে পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান সার্বক্ষণিক সাথে থেকে জেলা প্রশাসককে বিভিন্ন দপ্তরে নিয়ে ঘুরে দেখান।
এর আগে সকাল ১১ টায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াগাতী থানা পরিদর্শন করেন। সে সময় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ফুলের শুভেচছাসহ গার্ড অফ অনার প্রদান করেন এবং থানা অভ্যন্তর ঘুরে দেখান।
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান মিয়া, প্রধান শিক্ষক বি.এম শুকুর আলীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ।
পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে যান।সেখানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।ভুমি সেবা সহজীকরণ বিষয়ে সেবা প্রার্থীদের সাথে মতবিনিময় করেন এবং নানা বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।