ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 3:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফুলবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিববুল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সাদিক । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় থানার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় ফুলবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিববুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সাদিক।

ওসি একেএম খন্দকার মহিববুল বলেন, সবেমাত্র যোগদান করেছি। তাই আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতেই এই আয়োজন। দেশের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও মাদক মুক্ত ফুলবাড়ী গড়তে আপনারদের সহযোগীতা কামনা করছি। ৫ই জুলাই এর পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের সর্বচ্চো সেবা দিয়ে যাচ্ছি।

আপনারা সমাজের দর্পন  লেখোনির মাধ্যমে সমাজের অস্ঙ্গংতি গুলো তুলে ধরার পাশাপাশি আমাদের কে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমরা জনগনের নিরাপত্তার জন্য সবসময় পাশে আছি। এসময় ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০জন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিক উপস্থিত ছিলেন।