মহেশখালীতে বনবিভাগের অভিযানে ৫০ একর বনভূমির জমি দখলমুক্ত
মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী : মহেশখালীতে অবৈধভাবে গড়ে উঠা চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর বনবিভাগের জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
২০ নভেম্বর মহেশখালীর আওতাধীন চরণদ্বীপ রেঞ্জের জে,এম, ঘাট বিটের দিনেশপুর মৌজার সিরাদিয়া নামক সংরক্ষিত বন ভূমি এলাকায় সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা নেতৃত্তে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি ) দীপক ত্রিপুরা এই উচ্ছেদ অভিযান চালায়।
গোরকঘাটা ও চরণদ্বীপ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী জানান চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ও কক্সবাজার সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নির্দেশে তার আওতাধীন সকল বনবিটের কর্মীরা অভিযানে অংশ নিয়ে আনুমানিক ৫০ একর বনভূমি জবর দখল মুক্ত করা হয়।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দিপক ত্রিপুরা বলেন চরণদ্বীপ রেঞ্জর বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে করা চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে প্রায় ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তীতে তদন্তপর্বক জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মহেশখালী(কক্সবাজার)ঃ চরণদ্বীপ রেঞ্জর বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে করা চিংড়িঘের উচ্ছেৎ এর অংশ।