ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সালাউদ্দিন কাদের চৌধুরী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 21, 2024 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী’র নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল, শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার রাণীরহাট বাজারে এই কর্মসূচী করা হয়।

শোক র‍্যালীটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কাউখালী রাস্তার মাথা থেকে শুরু হয়ে পায়ে হেটে রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রানীরহাট যাত্রী ছাউনির সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও সাবেক বেতাগী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী ইলিয়াস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জাহেদুল আলম চৌধুরী, পারুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু তৈয়ব, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামাল মেম্বার, মরিয়মনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ রাসেল, উপজেলা যুবদলের সহ-সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাসুদ চৌধুরী,  চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ ফারুক, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাখছুদুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরুল হাসান চৌধুরী, সরফভাটা ইউনিয়ন যুবদল নেতা দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমেদ, উপজেলা যুবদল নেতা ইউছুপ সাগর, আবু মনসুর, ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বখতেয়ার উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি কাজী মহিউদ্দিন, ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল পারভেজ, রাজানগরের আহবায়ক  জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইউনুস, সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা, জিয়া মঞ্চ নেতা রাশেদ আহমেদ সিকদার প্রমুখ। শোক র‍্যালী’র পূর্বে শাহ মজিদিয়া ছালেহীয়া দাখিলা মাদ্রায়া জামে মসজিদে সালাউদ্দিন কাদের চৌধুরী’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।