ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার পোমরা বঙ্গবন্ধু সরকারি স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 21, 2024 - 3:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার (২১ নভেম্বরের) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবু জাফর, পোমরা বঙ্গবন্ধু মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা ছানোয়ারা বেগম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামস উদ্দীন মজুমদার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল করিম, নুরুল আজিম, কল্লোল দাশ গুপ্ত, সুবীর কুমার সাহা, বন্দনা বড়ুয়া, কোহিনূর আকতার, সেলিমুল হক, জসিম উদ্দিন, বিজয় কর, মুকুন্দু পাল, মো. পারভেজ, সুপর্ণা মহাজন, আইয়ুব আলী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।