ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৫০ অপরাহ্ন

কমলগঞ্জ সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সম্মেলন সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 22, 2024 - 6:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবাদুর রহমান কে সভাপতি ও মোঃ আব্দুল বাছির কে সেক্রেটারী করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জননেতা প্রিন্সিপাল মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমীর জনাব সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি  মো: মামুনুর রশীদ মামুন সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল, কর্মী, সহযোগী ও সূধী-শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।