ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 20, 2024 - 6:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নীল দল। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। খবর বাপসনিউজ।

গত বুধবার ,২০ নভেম্বর ২০২৪,সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন।

তারা হলেন, সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সহ-সভাপতি তানভির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ-সম্পাদক এ ইউ এম মান্না ভূইয়া ও তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা রহমান এবং দফতর সম্পাদক সাগর সরকার।

এ ছাড়া, নীল দল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন, মোস্তাক আহমেদ ও প্রণয় রায় শুভ।

অন্য প্যানেলগুলো থেকে বিজয়ীরা হলেন, সবুজ দল থেকে বিজয়ী একজন হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী। আর হলুদ দল থেকে বিজয়ী পাঁচ জন হলেন- সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার সম্পাদক শাহ ইয়াকিমুল আলম, সদস্য শাহরিয়ার রহমান সামস, সাবিকুন নাহার শিরিন এবং আবিদ আলী মোগল।