আহার সংগঠনের আয়োজনে:পঞ্চগড়ে বস্ত্র ও হস্তশিল্প মেলার বর্ণাঢ্য উদ্বোধন
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড় জেলা আহার সংগঠনের উদ্যোগে পৌরসভা সংলগ্ন সড়ক জনপদ মাঠে একমাসব্যাপী বস্ত্র ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কাচ্চু এবং পঞ্চগড়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি জজ কোর্ট ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আদম সুফি এবং জিপি জজ কোর্টের এ্যাডভোকেট আব্দুল বারী। এছাড়াও মেলা পরিচালনা কমিটির মোঃ ফিদ্দু ওয়াহেদুল রাশেল ও আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহার সংগঠনের সভাপতি ও সাংবাদিক আব্দুল রহিম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল। তাঁরা জানান, মেলাটি স্থানীয় জনগণের বিনোদন ও ব্যবসায়িক সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেলায় রয়েছে ভোজন রসিকদের জন্য বিভিন্ন ধরনের বাহারি খাবারের স্টল। ছোটদের জন্য রয়েছে নানাবিধ বিনোদনমূলক আয়োজন যেমন নাগরদোলা, বেলুন শুটিং এবং গেমিং জোন। নারীদের জন্য সাজানো হয়েছে বাহারি পোশাক, কসমেটিকস, খেলনা, কৃত্তিম ফুল ও মুখরোচক আচারসহ বিভিন্ন ধরনের স্টল।
এছাড়াও কুটির শিল্প এবং হস্তশিল্পের প্রদর্শনী মেলার অন্যতম আকর্ষণ। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো স্থানীয় পণ্যের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।মেলাটি এক মাসব্যাপী চলবে।
পঞ্চগড়ের জনসাধারণের জন্য এ মেলা শুধু বিনোদন নয়, বরং মেলা উদ্বোধনের মধ্য দিয়ে পঞ্চগড়ের জনজীবনে নতুন উৎসবের আমেজ তৈরি হয়েছে। এটি বিনোদন, ব্যবসা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে একটি স্মরণীয় উদ্যোগ হিসেবে জায়গা করে নেবে বলে আয়োজকরা আশাবাদী।