ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৩ অপরাহ্ন

বগুড়া শাজাহানপুরে ৪,কিশোর গ্যাংয়ের বাড়িতে অগ্নিসংযোগ-ভংচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 27, 2024 - 2:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরের বেজোড়া পশ্চিমপাড়ায় ৪ জন কিশোর গ্যাংয়ের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২৬ই নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।

যথাক্রমে চার কিশোর গ্যাং রানা মিয়া ওরফে অস্থির রানা, সুজন মিয়া, সজীব চন্দ্র দাস এবং মো. সুমনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে৷ এতে উক্ত বাড়ির বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়৷ তবে এতে কোন হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় বগুড়া জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা বগুড়া জেলা সদস্যরা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজিমনে জানাগেছে, গত১১ নভেম্বর শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড বেজোড়া উত্তর হিন্দু পাড়া বটতলা নামক স্থানে মুদি দোকানের সামনে জমির বায়নার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চকলোকমান দক্ষিন পাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ রেজাউল ইসলাম রনির সাথে কাটাকাটির এক পর্যায়ে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় ওই কিশোর গ্যাং গ্রুপ।

পরবর্তীতে আহত রনিকে স্থানীয় লোকজন উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে এবং চিকিৎসা শেষে গত ১৩ নভেম্বর নিজ বাড়িতে চলে আসে।

এর পর রনি গত ২৪ নভেম্বর বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা বগুড়া শহরস্থ সার্ক ক্লিনিকে ভর্তি করে এবং কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকার ধানমন্ডি-২ এলাকার পপুলার হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রনি গতকাল ২৬নভেম্বর ভোর রাত্রী ৪টার মৃত্যুবরণ করে।

এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগ এর ঘটনা সংঘটিত হয়।

ঘটনাস্থলে ক্যাপ্টেন শাহরিয়ার ও ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ, বগুড়া ১২, ক্যাম্প বগুড়া এর কম্পানি কমান্ডার লেঃ কমান্ডার সবুজসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।