ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 28, 2024 - 12:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়গাতিতে টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৭নভেম্বর) ভোরে থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকার কাছে একটি বাগানে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এস এস সি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবার। পরে নড়াগাতি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। অপমৃত্যু মামলা হয়েছে। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।আগামিকাল সকালে ময়নাতদন্তের নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হবে।