ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে সিনেমা স্টাইলে অপহরণ মামলার দুই আসামী ডিবির হাতে আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 10, 2024 - 5:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর কোর্ট চত্বর এলাকা থেকে  সিনেমা স্টাইলে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা  ডিবি পুলিশ।

গত( ৯ ডিসেম্বর) সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পটুয়াখালী পৌর শহরের বড় চৌরাস্তা এলাকার মৃত আঃ রাজ্জাকের পুত্র মাহমুদুল হাসান (২৭) ও টাউন জৈনকাঠী এলাকার মৃত আঃ মালেকের পুত্র মো. আলী আজম (৩০)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের জানান, গত রবিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকার আল আমিনের ভাতের হোটেলের সামনে মোঃ আমিরুল ইসলাম (৪৩) ও মোঃ কুদ্দুস ঢালী (৫৫)-কে কয়েকজন যুবক জোরপূর্বক অটো গাড়ীতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে দুর্বৃত্তরা তাদের আত্মীয় স্বজনের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি থানা পুলিশকে স্বজনরা অবহিত করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯ টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথাও স্বীকার করে তারা।

এ ঘটনায় তাদের আত্মীয় কাজী মোঃ সুমন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন।যার মামলা নং ১৬/২০২৪ ইং।

উক্ত আটককৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপহরনের ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।