রাঙ্গুনিয়ায় পার্কভিউ ও হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃপার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী ২৬জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ১২’শত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গুনিশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়নাব জামিলা। এসময় উপস্থিত ছিলেন
পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, হেলথ কেয়ার হসপিটালের ডিরেক্টর মো. ইরফানুল ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এস.কে.এম মোকাম্মেল সিয়াম, ফাইনান্স ডিরেক্টর মাওলানা শওকত হোসেন, মেডিকেল ডিরেক্টর ডাঃ মো. শহিদুল ইসলাম রুবেল, জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, পার্কভিউ হাসপাতালের মার্কেটিং এন্ড ব্যান্ড জাহেদুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়বেটিস, চক্ষু, চর্মরোগ, গাইনী, শিশু, হৃদরোগ, সার্জারীসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়।