ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ১১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে ইদ উপহার জিয়াউর রহমান ফাউন্ডেশনের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 28, 2025 - 4:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

মামুন কৌশিক, নেত্রকোনা:নেত্রকোনার বারহাট্টা ও আটপাড়া উপজেলায় জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ বৃহস্পতিবার গণহত্যায় শহীদ ৪ টি পরিবারের নিকট জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমাবেদনা জ্ঞাপন সম্বলিত পত্র হস্তান্তর করা হয় এবং কবর জিয়ারত করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে প্রকৌশলী মেহেদী হাসান সোহেলের নেতৃত্বে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রূবেল, সাধারণ সম্পাদক এড. খালিদ সাইফুল্লাহ মুন্না, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেড. আর.এফ বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.কে.এম জহিরুল ইসলাম এবং সদস্য সচিব ডাঃ মোঃ সায়েম মনোয়ার সহ প্রমুখ।

Proudly Designed by: Softs Cloud