ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভায় আবু আহমেদ হাসনাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 28, 2025 - 4:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত বলেছেন,” দলের জন্য কাজ করেছি, জেল-জুলুম,নির্যাতন সহ্য করেছি । রাঙ্গুনিয়ার মানুষ আমাকে ভালবাসে বলেই দলের দুঃসময়ে জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবা করা সুযোগ পেয়েছি।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলাম। দল যদি যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। দলীয় মনোনয়ন না পেলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার প্রমুখ। দল থেকে নয়, ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন জানিয়ে আবু আহমেদ হাসনাত বলেন, ” সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তাদের লেখনীর সাহায্যে উপকৃত হয়, সমাজ, দেশ জাতি। রাঙ্গুনিয়ার উন্নয়ন এবং অগ্রযাত্রায় প্রেস ক্লাবের সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”

 

Proudly Designed by: Softs Cloud