ভোলায় ট্রাক চাপায় শ্রমিক নিহত
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি ঃঃ ভোলায় ট্রাক চাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তায় পাশে দাড়িয়ে ছিলো। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররি শ্রমিককে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে মারা যায়।
পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ঘাতক ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।