নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের দাবী, “অনতি বিলম্বে ঢাকায় বংগবন্ধুর স্মৃতি ভাস্কর্য প্রতিষ্ঠা করা হোক”
হাকিকুল ইসলাম খোকন, বোষ্টনঃ জাতীর জনক বংগবন্ধুর শততম জন্মজয়ন্তী এবং মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে আমেরিকার নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ গত ২০শে ডিসেম্বর একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। বিশিষ্ট চলচিত্র পরিচালক ও আওয়ামী লীগ নেতা নুরুল হক বাচ্চুর সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি ওসমান গণি, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি শাহীন খান, নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহফুজুর রহমান, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মৌলবাদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি এবং স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী ও বিজয় দিবসের সভায় বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। তাঁরা বংগবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দৃষ্টতা দেখানোর জন্য হেফাজতের আড়ালে বিএনপি – জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত মৌলবাদীদের বিষদাঁত ভেঙে দেয়ার জন্য জোরালো দাবী জানান এবং সর্বত্র তাঁদের প্রতিহত করার ঘোষণা দেন। প্রবাসে বসবাসকারী বক্তাগন বলেন, যখনই দেশে যাই, প্রতিনিয়ত দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে বিস্মৃত হই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো সমুজ্জ্বল করেছে। দেশের ক্রমাগত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তাগন বলেন, দেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁরা শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন এবং দেশের ও জনগনের নিরবিচ্ছিন্ন কল্যানে তাঁর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
বক্তারা বলেন, নতুন সাংসদ হওয়ার সাথে সাথে মন্ত্রিত্ব পাওয়ায় এবং দীর্ঘদিন মন্ত্রিত্বে থাকার ফলে চট্রগামের একজন মন্ত্রী ব্যক্তি স্বার্থে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক নির্যাতন শুরু করেছে। তাঁরা উক্ত মন্ত্রীর অপকর্ম বন্ধ করার আবেদন জানান। ভার্চ্যুয়াল সভায় আরো অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এ, কে, এম,আব্দুল ওয়াহিদী, মুক্তিযোদ্ধা ফিরোজ খান আনন্দ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিশা রহমান,
বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মহিতোষ পাল তাপস, মোরশেদা খাতুন, আওয়ামী লীগ নেতা যথাক্রমে নূর হোসাইন, মোহাম্মদ লোকমান, জাহিদুল ইসলাম আপু, টিপু চৌধুরী, অনুপম দেব, আব্দুল আহাদ, বি, এম, আজাদ, নজরুল কাদেরী , শহিদুল ইসলাম রনি, বিশ্ব সনাতনী সভার রবিন দাস, সেচ্ছাসেবক লীগ নেতা এম, এ, জলিল, যুবলীগ নেতা যথাক্রমে সিরাজুম মুনির, সৈকত খান, মোহাম্মদ শহীদ, সবুজ বড়ুয়া, দীপন বড়ুয়া ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন।