অবশেষে ভূরুঙ্গামারী সদর চেয়ারম্যানের কারামুক্তি
স্টাফ রিপোর্টার : কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিসদের বতর্মান চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন কে ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক খোলা কাগজ ভূরুঙ্গামারী প্রতিনিধি এমদাদুল হক মন্টুকে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন।
এমদাদুল হক মন্টু বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করে যার নম্বর ১০। এরই প্রেক্ষিতে সোমবার সদর ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ। ১৭ তারিখ হইতে সাধারণ জনগণ গন মিছিল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেয়, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ও উপজেলা চত্তরে অবস্থান কর্মসূচী করেন।
তারই ধারাবাহিকতায় আজ ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার, জনগনের ভালোবাসায় ইউপি চেয়ারম্যান আবারো ফিরে এলেন। কারামুক্তি হল খেটে খাওয়া মানুসের নয়ন মনি, প্রানপ্রিয়, সফল চেয়ারম্যান জনাব এ,কে,এম মাহমুদুর রহমান রোজেন।