ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে লফস এর আয়োজনে পারিবারিক আইন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 11:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

রাজশাহী ব্যুরোঃ সারে চার ঘটিকার সময় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় পবা উপজেলায় হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে পারিবারিক আইন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার মো: সালাউদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের মেম্বার রেশমা বিবি। পারিবারিক সচেতনতা সভায় উপস্থিত থেকে আলোচনা করেন ব্লাস্ট এর আইনজীবি শাহিনুল হক মুন। তিনি পারিবারিক আইন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বিষয়ক আইন নিয়ে আলোচনা করেন। তিনি সভায় সুবিধা বঞ্চিত নারীদের ভয়, লজ্জা কাটিয়ে নিজ অধিকার আদায়ে আইনী সেবা গ্রহনের আহ্বান জানান। লফস এর সহায়তায় উক্ত এলাকায় ব্লাস্ট নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করবে বলে তিনি সভায় জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাস এসিসটেন্ট সুলতানা রিজিয়া ও স্থানীয় সমাজসেবী জরিনা বেগম। সভা পরিচালনা করেন ব্লাস্ট এর প্যারালিগ্যাল মো: আবু তালেব। সচেতনতা সভায় প্রায় ৪০ জন নারী অংশগ্রহণ করেন।