ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৫ অপরাহ্ন

তাহিরপুরে কৃষকলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 10:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

মুরাদ মিয়া, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের নব-নির্বাচিত সভাপতি শেখ মোস্তফা ও সাধারন সম্পাদক তোফাজ্জল শাহ্কে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

গত শনিবার (২৬ডিসেম্বর)সন্ধ্যায় ৪,৬,৭,৮,৯ নং ওয়ার্ড কৃষকলীগের আয়োজনে শ্রীপুর বাজারে আওয়ামীলীগ দলীয় অফিসে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদিউজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি হাছান আলী আখঞ্জী’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের নব-নির্বাচিত সভাপতি শেখ মোস্তফা।১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগে সাবেক সভাপতি আতিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম আখঞ্জী,১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা,উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আখঞ্জী, ইউনিয়ন কৃষকলীগের নেতা মুজিবুর রহমান প্রমুখ।

এসময় নব-নির্বাচিত সভাপতি শেখ মোস্তফা বলেন, আমি পূর্বেও দলীয় কর্মীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দলীয় শৃঙ্খলা বজায় রেখে, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগকে মডেল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব।যদি আপনারা আমাকে সহযোগীতা করেন তাহিরপুর উপজেলার মধ্যে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগ হবে মডেল।

আলোচনা পর মিষ্টি,মুখে তুলে দিলেন নব-নির্বাচিত সভাপতি শেখ মোস্তফা,৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নবীনূর,সাধারন সম্পাদক মিজানূর,৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি দ্বিজেন সরকার,সাধারন সম্পাদক শাফিক মিয়া,৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শাহিনূর মিয়া,সাধারন সম্পাদক শাহিনূর মিয়া, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাছান আলী আখঞ্জী,সাধারণ সম্পাদক লালসাদ, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলামকে।

এসময় উপস্তিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামনুর আখঞ্জী, ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলসাদ খানঁ,১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যু্ন্ম আহবায়ক, আওয়ামীলীগের নেতা সজিম মিয়া,৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মানিক পাল, ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তার আখঞ্জী প্রমুখ।