ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আশাশুনির বড়দলে শুভ বড়দিনের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 7:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শুভ বড়দিন পালিত হয়েছ।বড়দল ইউনিয়নের বড়দল ক্যাথলিক চার্চ ও জামালনগর ক্যাথলিক চার্চের আয়োজনে শুভ বড় দিন উপলক্ষে কেক কাটা ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সকলকে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

মুজিব শতবর্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উদযাপনে সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় দিন শনিবার রাতে বড়দলে ফ্রান্সিস জেভিয়ার গির্জায় ফাদার ফিলিপ মন্ডল ও জামালনগর যীশু হৃদয় ক্যাথলিক গির্জা উপস্থিত হলে তাকে ফুল ছিটিয়ে সম্মান জানায় ও ক্যাথলিক গির্জা মন্দিরে সভাপতি মাষ্টার লালন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, সমাজসেবক মহিউদ্দিন ফকির, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি সাহেব আলী, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কালাম,ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন, প্রমুখ। এর আগে সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মন্টু।