ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় ফরহাদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ময়নাতলা নামক বাজারের পাশে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ফরহাদ ঐ এলাকার রহম আলির পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শিশু ফরহাদ সবার অজান্তে বাড়ি থেকে বেড়িয়ে হাটতে হাটতে রাস্তায় চলে যায়। এমন সময় সোনাহাট-বহলকুড়ি সড়কের সোনাহাট থেকে আসা একটি অটো রিক্সা শিশুটিকে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে বাড়ির ভেতর নিয়ে যাওয়ার কিছুক্ষন পরে শিশুটি মারা যায়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান জানান, আমি ঘটনাটি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি