ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:১৭ অপরাহ্ন

রাজশাহী ছোটবনগ্রাম পূর্বপাড়া নারীদের সাথে কাউন্সিলর সুমনের মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 2:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

লিয়াকত রাজশাহী ব্যুরো: ১৯ নং ওয়ার্ডের ছোটবনগ্রাম পূর্বপাড়ায় মতবিনিময় সভা করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। গতকাল রোববার বিকেল ৪টার সময় এলাকার উন্নয়ন ও নানাবিদ সমস্যা সমাধানে নারীদের সাথে এই মতবিনিময় সভা করেন তিনি। এসময়ে সুমন বলেন, এই ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশী রাস্তা ও ড্রেনের উন্নয়ন করা হয়েছে ছোটবনগ্রাম পূর্বপাড়ায়। করোনাকালীন সময়ে এই এলাকায় ত্রান, আর্থিক সাহায্য, বিশেষ রেশনিং কার্ড, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা, শিশুখাদ্য, বয়স্কভাতা ও প্রতিবন্ধী ভাতা সব থেকে বেশী প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, যেসব রাস্তা ও ড্রেন অবশিষ্ঠ আছে সেগুলোর উন্নয়নে টেন্ডার আহব্বান সম্পন্ন হয়েছে। এছাড়াও এলাকার উন্নয়নে সার্বক্ষনিক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন খোজখবর নিয়ে থাকেন বলে জানান তিনি। এলাকার উন্নয়নে সড়ক চার লেনে উন্নতি করেছেন মেয়র।

এছাড়াও বাইপাস সড়কের চার লেন টেন্ডার সম্পন্ন করেছেন। নারীদের সকল অপপ্রচার থেকে বিরত থাকা এবং উন্নয়নমূলক কাজে পাশে থাকার আহব্বান জানান সুমন । এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি অর্গানাজার হুসনেয়ারা বেবি, পিয়ারী বেগম, হিরা খাতুন, হেলেনা বেগম, সাইদা বেগম, রুকতাজ, ফাতেমা খাতুন, মনোয়ারা, কবরি, সুমি ও শাহিনা খাতুন।