চরফ্যাশনে বাস ও বোরাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত
এম, নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি : ভোলা চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কের পানির কলের দক্ষিণ পাশে ঢ়াড়ী বাড়ির দরজায় বাস ও বোরাক সংঘর্ষে মা তানিয়া (৩০) ও মেয়ে মালিহা (৩) নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, (২৮ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় এ সড়ক দুর্ঘটনায় মা- মেয়ের নিহতের ঘটনা ঘটে।
নিহত তানিয়ার ভাসুর মোঃ আফসার জানান, আমার ছোট ভাই মোঃ বেলাল হোসেন মাষ্টার বোরহানউদ্দিন থানা কালমা ইউনিয়ন মজম বাজার ফাজিল মাদ্রাসায় চাকরি করার সুবাদে বউ বাচ্চা নিয়ে সেখানে বাসা ভাড়া থাকেন,আমার মা অসুস্থ হওয়ায় আমরা ডাক্তার দেখাতে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে,, আমার ছোট ভায়ের বউ নিহত তানিয়া বোরহানউদ্দিন থেকে তার শাশুরীকে দেখতে তার শিশু কন্যা মালিহা(৩) সহ চরফ্যাশন হাসপাতালে আসেন,ডাক্তার দেখানো শেষ করে তার স্বামীর বাড়ি শশীভূষণ থানা চর কলমি ইউনিয়ন দক্ষিণ চর মঙ্গল ৬ নং ওয়ার্ড যাওয়ার পথে (বাস কালমা ১) ও বোরাক সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তবে বাস ড্রাইভারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে শশীভূষন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।