রাজশাহী কাটাখালিতে পুলিশের উপর হামলা চালিয়ে ইভিএম ডিভাইস ছিনতাই
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী পবা উপজেলার কাটাখালি ৮ নং ওয়ার্ডে অবস্থিত ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুল ভোটকেন্দ্রে পুলিশের উপর হামলা চালিয়ে ইভিএম ডিভাইস ছিনতাই করেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।
আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোট গণনা শেষ হলে পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফের সর্মথকরা কেন্দ্রে হামলা চালায়। এ বিষয়ে, কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারি প্রিজাইডিং অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এসময় কাউন্সিলর সর্মথকরা কেন্দ্রের বিভিন্ন রুম ভাঙচুর করে এবং ইভিএম ডিভাইস টি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যরত দুজন পুলিশ আহত হয়েছেন।
উক্ত ঘটনায় দুই ঘন্টা অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ইভিএম ডিভাইসটি উদ্ধার করেছে পুলিশ।
পরে তা খুলে দেখে সবকিছু ঠিকঠাক থাকায় ইভিএমের বাক্সটি নির্বাচন কমিশন বরাবর হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে।