ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০১ অপরাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কাতার প্রবাসীদের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 4:20 pm
  • পঠিত হয়েছে: 41 বার

নিজস্ব প্রতিবেদক : কাতারে ফেরার দাবিতে দেশে আটকে পড়া প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা।

এ সময় কাতারে ফেরত পাঠানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদেরকে সেখানে দেখা যায়।

বিক্ষোভকালে প্রবাসীরা বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় ১২ হাজার কাতার প্রবাসী দেশে আটকা পড়েন। গত ১২-১৩ মাস ধরে আমরা দেশে মানবেতর জীবনযাপন করছি। এর মধ্যে ৯৫ শতাংশ কর্মীর ইকামার মেয়াদ শেষ।’

তারা আরো বলেন, ‘গত চার মাস ধরে আমরা রি এন্ট্রি পারমিটের আবেদন করছি। কিন্তু আমাদের আবেদন নেয়া হচ্ছে না। যার ফলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের কাতার পাঠানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

এ সময় কাতার প্রবাসী ইলিয়াস জানান, ‘আমাদের দাবি একটাই, দেশে আটকে পড়াদের যেভাবে সৌদি পাঠানো হয়েছে, সেভাবেই আমাদের কাতার পাঠাতে হবে।’