দুবাই মাতাবেন এশিয়ার সেরা প্রভাবশালী তারকা আতিফ
বিনোদন ডেস্ক : বিষাদে ভরা গেল এক বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে ২০২০ সাল। এই বছরটি শেষ হতে বাকি আর মাত্র কিছু দিন। মহামারির এই বছরে ভালো নেই কোনো কিছুই। পুরো পৃথিবী যখন ঘরবন্দি তখন বিনোদন অঙ্গনেও এর প্রভাব পড়েছে খুব নেতিবাচক।
তবে আসন্ন বছরটি যেন আশার আলো দেখাতে শুরু করেছে। সবখানেই গতি ফিরতে শুরু করেছে।
পাকিস্তানি গায়ক আতিফ আসলামও নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন স্বমহিমায়।
দিন কয়েক আগে ফোর্বস শীর্ষ ১০০ এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকায় নাম এসেছে আতিফ আসলামের।
এবার লম্বা বিরতির পর আবারো সরাসারি দর্শকদের সামনে গান করতে চলেছেন তিনি। দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নেবেন এই সুপারস্টার।
‘দুবাই শপিং ফেস্টিভাল ২০২১’ উপলক্ষে ১৫ জানুয়ারি একটি কনসার্টে গান পরিবেশন করবেন তিনি। কনসার্টটি ডিডব্লিউটিসির শেখ রশিদ হলে অনুষ্ঠিত হবে।
তবে দুবাইয়ে কনসার্ট নতুন নয় আতিফের জন্য। এর আগেও অসংখ্যবার দুবাইয়ে পারফর্ম করেছেন তিনি। তবে করোনার দীর্ঘ বিরতির পর আতিফের কনসার্টে ফেরা নিয়ে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। তার গান শুনতে হাজাররো মানুষ টিকিটের জন্য ছুটোছুটি করছেন।
তবে কনসার্টে দর্শকদের মেনে চলতে হবে করোনা স্বাস্থ্য বিধির সকল সকল নিয়ম। আর রশিদ হলের ধারণ ক্ষমতা ৪৪০০ থেকে কমিয়ে এনে ১৪০০ করা হয়েছে। তাই অনেকের ইচ্ছে থাকলেও মিস করবেন প্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্টটি।