ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উঃ আলগী ইউঃ কে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করবো মাকসুদ আলম খান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 156 বার

হাইমচর প্রতিনিধিঃ আসন্ন চাঁদপুর হাইমচর উপজেলা ২ নং উঃ আলগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খান তার এক বিবৃতিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, আমাদের চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনি এমপি ও আমাদের চাঁদপুর- হাইমচর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। এরই দ্বারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির এমপির বিশ্বস্ত ও আস্থাভাজন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তাই ক্ষুদা ও দারিদ্র্য মূক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে   আগামী ইউপি নির্বাচনে আমি একজন সম্ভাভ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী। 

তাই তফসিল ঘোষণার পর, উক্ত নির্বাচন যদি যথাযথ সময়ে হয়, আর আমাকে যদি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ বিজয়ী করে, জনকল্যাণে কাজ করার সুযোগ দেয় তাহলে আমি ২ নং উঃ আলগী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করতে বদ্ধপরিকর। এদিকে মাকসুদ আলম খানের এই ঘোষণার পর এলাকার অধিকাংশ,উৎসুক  বাসীন্ধাগন বলেন,  আমরা সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খানের পক্ষে সর্বাত্মক ভাবে কাজ করে যাবো। কারন  মোঃ মাকসুদ আলম খান ইতিমধ্যে তার  রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি,সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এই কারনে তাঁর মতো সৎ যোগ্য ও নিষ্ঠাবান এবং জনদরদী মানুষ সমাজে তেমন দেখা না গেলেও মোঃ মাকসুদ আলম খান ভাই -এর বিকল্প নেই। তিনি কর্মদীপ্ত চেতনায় একজন নির্লোভ, নিরহংকার ও উদার আন্তরিক মনের মানুষ। শুধু এখানেই শেষ নায়,তিনি হাইমচর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে স্হানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে চলছেন।

তিঁনি বিগত দিনে দলের জন্য বহু ত্যাগ স্বীকার করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির এমপি’র নির্দেশনা অনুযায়ী যখনই তার উপর  ডাকপরে  তখনই ২ নং উঃ আলগী  ইউনিয়ন জনগনকে সাথে নিয়ে, তিনি  সক্রিয় ভাবে তার অর্পিত দায়িত্ব পালন করেন। এদিকে হাইমচর উপজেলা আওয়ামীলীগের  নেতৃবৃন্দগন আরো বলেন, বিগত সময়ে মানুষের বিপদে আপদে সাহায্য সহযোগিতা যে ভাবে তিনি   করে গেছেন, সে লক্ষ্যে আগামীতেও মোঃ মাকসুদ আলম খান,আমাদের পাশে থাকবেন,ইনশাআল্লাহ।

স্থানীয়রা আরো বলেন, আগামী নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই মোঃ মাকসুদ আলম খানকে । সে একজন সৎ ও যোগ্য ব্যাক্তি। সে আমাদের এ ২ নং উঃ আলগী ইউনিয়নের একজন অভিভাবক। তাঁরা আরো বলেন, তাঁর পাশে থাকবে জনগন, নির্বাচিত হলে ২ নং উঃ আলগী ইউনিয়ন হবে একটি মডেল  ইউনিয়নে রুপান্তর হবে । আজকের উঃ আলগী হবে একদিন মডেল ইউনিয়ন। এদিকে  মাকসুদ আলম খান  তাঁর ব্যবসা থেকে যা অর্থ  উপার্জন করেন, কিছু অংশ   বিভিন্ন গরীব দেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। করোনা মহামারী কালে সকলের ঘরে ঘরে সরকারের ও বিভিন্ন মহলের দেয়া  ত্রান সামগ্রী বিতরন করছিলেন। এবং দায়গ্রস্ত পিতার বাড়িয়ে যেয়ে তার কন্যাকে বিয়ের ব্যবস্হা করে দিতেন। স্হানীয় এলাকাবাসীগন বলেন, আমরা তাঁর জন্য  সবসময় দোয়া করি আল্লাহ যেন মোঃ মাকসুদ আলম খানকে দলীয় প্রতীক  নৌকা যেনো পায় সেজন্য আমরা আশাবাদী ।

অন্যদিকে মাকসুদ আলম খান বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়ন হবে মাদক মুক্ত, দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ প্রবনতা থেকে, মুক্ত করবো এবং বেকারত্ব দূর করবো রাস্তা ঘাট, কালর্ভাট ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ   বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যাবসৃহার  দ্রুত  মেরামত করবো। ,তাঁই আমি, সম্বাব্য আগামী নির্বাচনে নৌকার পক্ষ থেকে   সকলের  দোয়া ও সমর্থন কামনা করছি। উল্লেখ বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খান বলেন, আমি প্রায় ১৮ বছর যাবৎ- বাংলাদেশ আওয়ামীলীগের হাইমচর উপজেলার দপ্তর সম্পাদক পদে নিয়োজিত আছি।  এরই কারনে আমার রাজনৈতিক কর্ম জীবন ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনা করে আগামী ইউনিয়ন পরিষদের  নির্বাচনে আমার দল যদি আমাকে বিবেচনায় এনে নৌকা প্রতিকে মনোয়ন দেয় তাহলে আমি আমার সাধ্যনুযায়ী রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি এলাকাবাসীর দাবি অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করে যাবো।