আজ অবসরে যাচ্ছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান ১১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কর্মকর্তা। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালী গ্রামে তার জন্ম। ১৯৮৪ সালের ২১শে ডিসেম্বর কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।
সৎ দক্ষ, মেধাবী ও চৌকস এ সেনা কর্মকর্তা এর আগে সেনা সদর দফতরে ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস (ডিএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। জিওসি ছিলেন যথাক্রমে ২৪, ১৯ ও ৫৫ পদাতিক ডিভিশনে।বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক্সের প্রশিক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের সিনিয়র শিক্ষক ছিলেন। নিউইয়র্কস্থ জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশের সিনিয়র সামরিক যোগাযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্বপালন করেছেন।
শফিকুর রহমান ২০১০ সালের ১০ এপ্রিল তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক নিযুক্ত হন। ২০১৮ সালের ২৮ জুলাই তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) নিযুক্ত করা হয়।