ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 11:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : প্রশিকা গাইবান্ধা উন্নয়ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রশিকা বাংলাদেশেরে একটি স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রশিকার মাননীয় প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচির আওতায় ৩০.১২.২০২০ তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় প্রশিকা,গাইবান্ধা উন্নয়ন এলাকার বোর্ড বাজার সংলগ্ন অফিসে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক, আলহাজ্ব ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচির উপ-পরিচালক জনাব শ্যামল কুমার দে এবং কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব মোঃকামরুজ্জামান ছামাদ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃতৌহিদুর রহমান তুহিন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাইববান্ধা ও রংপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় প্রশিকা বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়গণ মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এ ছাড়াও সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা,ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ।অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন প্রশিকা পলাশবাড়ী উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ সিদ্দিকুল আলম মৃধা।