ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পাকিস্তানের পণ্য বর্জনের ডাকে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 5:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

লিয়াকত হোসেন রাজশাহীঃ ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশটির সকল পণ্য বর্জনের ডাক দিয়েছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষাথর্ীরা। এছাড়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দেয়া হয়।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে ‘জননেতা আতাউর স্মৃতি পরিষদ’র সহযোগিতায় ও ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’র আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব ঘোষণা দেয়া হয়।

জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। মানববন্ধনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এয়াকুব বাদশা, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সকল সম্পত্তি ফেরত দিতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও দেশটির সকল পণ্য বর্জন করতে হবে। মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ সাত দফা দাবি জানাা।ন

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর রেলগেট থেকে একটি সাইকেল র‍্যালী বের করা হয়। র‍্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ দিনের কর্মসূচিতে জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।