আশাশুনিতে আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাবেক সহ সভাপতি নীলকন্ঠ সোম, রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,দপ্তর সম্পাদক জগদিস সানা, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার,রাজু আহমেদ পিয়াল,যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল,ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকল সহযোগী সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি একযোগে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।