আল্লাহ যদি একটা ঘর দিতোঃ মোঃ আকবর
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : “আল্লাহ যদি একটা ঘর দিতো” এমনই আত্ননাদ অসহায়ত্বের সাথে গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করলেন মোঃ আকবর। আকবরের ঘরটি কিছুদিন আগে জোয়ারের পানিতে ডুবে লন্ডবন্ড হয়ে যায়।পড়ে থাকা ঘরটি তোলার সামর্থ্য নেই তার।তবে এখনো ঘরটি তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আকবর। কিন্তু অভাবের কারনে বারবারই ব্যর্থ হচ্ছেন -এমনটাই কান্নাঝরা কন্ঠে জানিয়েছেন আকবর।
আকবরের ঘর অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে, ভাঙ্গা ঘরের চালগুলো কোনরকম দাড় করিয়ে সেই ঘরের নিচে আদিম যুগের মানুষের মত বসবাস করছেন তারা। তিনি ভোলা দৌলতখান উপজেলার পৌরসভা ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা। দিন আনতে যার পানতা ফুরায় তার কি ঘর নির্মিত হয়?প্রবল শীতের মধ্যে স্বামী -সন্তান নিয়ে খুব কষ্টের সাথে দূর্বিষহ দিন কাটাচ্ছেন তারা। তাই ভোলার সুযোগ্য জেলা প্রশাসকের কাছে আকবরের আকুল আবেদন তিনি যেন দয়াকরে একটি ঘরের সুব্যবস্থা করে দেন।