ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন আব্দুর রাজ্জাক খান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 7:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 179 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ আব্দুর রাজ্জাক খান ।

গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা পুলিশ হল রুমে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।

অপরাধ দমন, আইন শৃঙ্খলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিষ্পত্তি করায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোদাগাড়ী সার্কেল মোঃ আব্দুর রাজ্জাক খানকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।

জানুয়ারি মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল ) মোঃ আব্দুর রাজ্জাক খান বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।