ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে নতুন (ওসি) মো. রিজাউল হক শেখ দিপুর যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 12:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 331 বার

মো.রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রিজাউল হক ওরফে শেখ দিপু। আগের (ওসি) মো. সায়েদুর রহমানের পোষ্টিং বদলি হওয়াতে প্রায় ২০-২৫ দিন পর মির্জাপুরে শেখ দিপুর আগমন।

(০৬)ই জানুয়ারী বুধবার বিকেলে তিনি মির্জাপুর থানা পরিদর্শন করেন শেখ দিপু এবং মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

রিজাউল হক ওরফে শেখ দিপু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা টুঙ্গিপাড়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক শেখ ইকরামুল হক নান্না মিয়ার ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী শেখ দিপু (২০০১) সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস,আই পদে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সোনারগাঁ, মুন্সীগঞ্জের লৌহজং, ধামরাই, আশুলিয়া ও সর্বশেষ মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

মির্জাপুরে যোগদানের পর মো. রিজাউল হক ওরফে শেখ দিপু বলেন, এই উপজেলার সকল শ্রেণির পেশাজিবী মানুষের সহযোগিতা চান এবং তিনি অপরাধ দমনে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাবেন।