ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাট আদিবাসী মিনি চাইনিজ বারের ফুটবল টুর্নামেন্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 8:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ ০৮ জানুয়ারি, ২১ইং, জয়পুরহাটে মিনি চাইনিজ বারে ফুটবল টুনার্মেন্ট ও পুরস্কার বিতরণ অুনষ্ঠিত হয়েছে। সদর উপজেলার নুরপুর আদিবাসী জুনিয়ার ক্লাবের আয়োজনে শুক্রবার সকাল ৮টা থেকে ৮টি দলের অংশ গ্রহণে দিনব্যাপি এ খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ও জেলার বাহিরে থেকে আসা বিভিন্ন আদিবাসী সংগঠন ও ক্লাব এর খেলোয়াড়েরা এতে অংশ গ্রহন করেন। খেলায় ২/১ গোলে পালি আদিবাসী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হন চক মহন স্পোর্টিং ক্লাব। ক্রীড়া ধারাভাষ্যকার ছিলেন হোসেন আলী ও আদিবাসী খুদীরাম।

খেলা শেষে চাম্পিয়ান ও রানার্স আপ দলকে নুরপুর আদিবাসী জুনিয়ন ক্লাবের সভাপতি প্রদীপ টপ্যর সভাপতিত্বে প্রধান অতিথি ইউনিয়ন আ’লীগ নেতা ও ভাদসা ইউপির চেয়ারম্যান পদপ্রাথর্ী হায়দার আলী মন্ডল ও বিশেষ অতিথি উপজেলা যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য মুন্না পারভেজ মৃধা, গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানেজার শ্রী আলম উরঁাও চাম্পিয়ান দলকে বড় খাসি, রানার্স আপ দলকে ছোট খাসি তুলে দেন। এছাড়াও সেরা খেলোয়ারদের হাতে নগদ অর্থ পুরস্কৃত করেন স্থানীয় ইউপি সদস্য মুন্না।