পীরগঞ্জের জয়ন্তীপুরে নগদ অর্থসহ ঘরবাড়ী পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা
মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর), রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের জয়ন্তী পুর গ্রামের দিনমজুর আতর আলী ও তার একমাত্র ঘর জামাই অটোভ্যান চালক সাদ্দাম মিয়ার শেষ আশ্রয়স্থল ঘর পুড়ে ছাই । আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার সার্ভিসের ধারনা বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুনটি লেগেছে । ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় নগদ অর্থসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অসহায় পরিবারগুলোর একমাত্র আশ্রয়স্থলটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো । সরকারিভাবে কোনো সহায়তা না পেলে রাত্রীযাপন করতে হবে খোলা আকাশের নীচে । । তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তা মেলেনি পরিবারগুলোর। এরই মধ্যে অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়িয়েছেন বিশিষ্ট ঠিকাদার ও সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল তার ব্যক্তিগতভাবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
ক্ষতিগ্রস্থ সাদ্দাম বলেন – আমার একমাত্র অটোভ্যানটিও পুড়ে ছাই হয়ে গেছে আমি এখন কিভাবে দু মুঠো ভাত খাবো বউ ছলকে নিয়ে কিভাবে থাকবো মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি যদি একটু সহায়তা করে তাহলে বউ বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারবো