ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “অন্য ভাষা”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 3:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার
সলিমুল্লাহ
মায়ের ভাষায় মনের কথা আমরা সবাই বলি,
মানুষ ভিন্ন অন্য ভাষা
ক’জনই তা বুঝি।
কৃষক বোঝে জমির ভাষা,কোন জমি কি বলে?
জমি চাষের কাজ সে করে
জমির ভাষা বুঝে।
গরু,ছাগল,হাঁস,মুরগী আছে যত প্রানী,
পালন কর্তা বুঝতে পারে
তাদের ভাষা কি?
বাঘ,ভাল্লুক, সিংহ,হাতি,বানর, জলের কুমির,
তাদের ভাষা বুঝে মানুষ
হচ্ছে তাদের সাথি।
বৃক্ষেরও যে ভাষা আছে বোঝেন বৃক্ষ প্রেমিক,
দুংখ কষ্ট তাদেরও আছে
বুঝতে পারেন যিনি।
হাজারো পাখির হাজারো ভাষা ক’জনই তা বোঝে,
পাখির গান,পাখির ভাষা
মন মাতিয়ে রাখে।
আকাশে পানে চেয়ে বুঝি আকাশের ভাষা কি?
রোদ বৃষ্টির ভাব দেখে
সে আলোকে চলি।
মাছেরও যে ভাষা আছে বুঝতে হবে আজি,
মাছের ভাষা বুঝতে পারলে
মাছ রক্ষা পাবে।
সাগরের তীরের ঢেউ দেখে নাবিক বুঝে ভাষা,
জাহাজ সে চালাবে নাকি
নিরিখ করে সে তা।
ড্রাইভার বুঝে গাড়ীর ভাষা গাড়ী কি সে বলে?
গাড়ীর সাথে মিতালী করে
গাড়ী চালায় সে।
ছবিরও যে  ভাষা আছে বলে সে তার কথা,
ছবি দেখে আমরা বুঝি
কিইবা তার ভাষা।
প্রত্যেকেরই ভাষা আছে যার যা আঙ্গিকে,
ঞ্জানীরাই বুঝতে পারে
কার ভাষাটি কি?
সব কিছুকে ছাঁপিয়ে আছে অাল্লাহ তালার ভাষা,
হাদিস কুরআন বুঝে পড়ে
মানতে তবে তা।
রিয়াদ প্রবাসী কবি।