বুক রিভিউ “ভগবানের অংশ ও একটি গৃহবাসী কাহিনী”
লেখক- শরীফ শামিল
ধরণ- উপন্যাস
প্রকাশনা- মধ্যবর্তী প্রকাশন
প্রকাশকাল- বইমেলা 2021
মুদ্রিত মূল্য-
করোনা কালে মানুষ যখন সমাজবন্দী গৃহবন্দি তখন বন্দীত্বের যন্ত্রণার মাঝে , যন্ত্রণার সাথে মন্ত্রণা একাকীত্ব স্মৃতি চারণা ও বাস্তবতা বর্ণনা য় ওঠে আসে , এক অদ্ভুত কাহিনী; কষ্ট কাহিনী, আনন্দ কাহিনী মনস্তাত্ত্বিক জটিলতা কাহিনী ।
সম্পূর্ণ উত্তম পুরুষে লেখা উক্ত উপন্যাসটিতে ( প্রতীকী রুপকী) প্রেম ভালবাসাসহ যান্ত্রিক যন্ত্রণাদগ্ধ পরিবেশের একটা নিটোল চিত্র পাওয়া যায় ।
লেখক শরীফ শামিল আধুনিক কালের লেখক । কথাসাহিত্য তে এক বিশেষ ধার পরিলক্ষিত হয়েছে তাঁর পূর্ব প্রকাশিত দুটো উপন্যাস ‘ দীর্ঘ রাত্রির বিরুদ্ধে জেগে থাকা ও দুইপ্রহরের প্রেম ও বিপরীত যাত্রা ” তে।
“ভগবানের অংশ ও একটি গৃহবাসী কাহিনী ” উপন্যাস এ, শহীদুল জহির এর মত তিনিও বর্তমান থেকে, কখন যে অতীতে , আবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন/ গেছেন( তাঁর লেখাতে) টেরই পাওয়া যায় না ।
উপন্যাসটিতে লেখক শরীফ শামিল এক নতুন আঙ্গিক দিয়েছেন। বাস্তবতার বর্ণনা ভঙ্গি উপমা অলংকার ইতিহাস কল্পনা য় তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।
নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর পরস্পর টানাপোড়েনে , আঙ্গিকগত দিক দিয়ে এক নতুন চিত্র তুলে ধরেছেন লেখক ।
উপন্যাসটিতে সরলতা নেই, তবু সরলীকরণ করেছেন তিনি । বইটি একনাগাড়ে পড়ে ফেলা যায়- আবার একনাগাড়ে পড়ে ফেলা যায় না ।
বইটি জনপ্রিয় ধারার না হলেও – প্রিয় ধারা র বই।
উপন্যাসটির ছোট এক ঘটনার ইঙ্গিত করছি: করোনায় যখন যান যোগাযোগ বন্ধ, বন্ধু র মোবাইল ফোন ও বন্ধ তখন , প্রেম রসঘন এক বিষয় উল্লেখ করতে গিয়ে, উপন্যাস এর নায়ক , তার প্রিয় বন্ধু ‘জনি’কে একটা চিঠি লিখতে বসে। চিঠি টি এক অদ্ভুত চিঠি হয়ে যায় । জগতে এ ধরণের চিঠি বিরল। যেন এ ধরণের চিঠি এটাই প্রথম লিখিত হল। চিঠি তে কাব্যিকতা প্রতীকী রূপকতা রূপকথার , যে বর্ণনা পাওয়া যায়, তা অসাধারণ ।
বইটি সংগ্রহ এ রাখার মত।
বইটির বহুল প্রচার কামনা করছি ।