ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 2:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর, ২০ইং, জয়পুরহাটে মাদক মামলায় আসামী রবিউল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের জেল, অপর আসামী আবু রায়হানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ মোঃ গোলাম সারোয়ার এ রায় দেন। সাজাপ্রাপ্ত রবিউল হলেন নওগাঁর ধামুইরহাট চকচানদিরা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ও খালাসপ্রাপ্ত রায়হান হলেন ওই উপজেলার চকশম্বল গ্রামের আলেম মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ই জানুয়ারি দুপুরে নওগাঁর ধামইরহাট থেকে ছেড়ে আসা মেধা এন্টার প্রাইজ বাসে জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় র‍্যাব তল্লাসী চালিয়ে ৫৫৪ গ্রাম হেরোইনসহ রবিউল ও রায়হানকে গ্রেফতার করে। যার অনুমানিক মূল্য ৫ লক্ষ ৫৪ হাজার টাকা। এ ব্যাপারে জয়পুরহাট থানা মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ শুনানীর পর মঙ্গলবার বিজ্ঞ আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।